• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দলে ফিরেই সাকিবের প্রথম আঘাত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মার্চ ২০১৮, ১৯:৪৮

৪৮ দিন পর মাঠে নামলেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে ব্যথ্যা পেয়ে মাঠ ছাড়েন তিনি। তারপর টেস্ট সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজের পর নিদাহাস ট্রফির ম্যাচ মিস করেন তিনি।

আজ লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেই দলীয় ১৫ রানেই লঙ্কান ওপেনার গুণাথিলাকে সাব্বিরের ক্যাচ বানিয়ে প্রথম আঘাত দেন সাকিব আল হাসান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২১ রান করেছে লঙ্কানরা। মাঠে আছেন কুশল মেন্ডিস ১১ ও কুশল পেরেরা ৫ রানে।

এর আগে অঘোষিত সেমিতে রূপ নেয়া ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, চ্যানেল নাইট ও টেন স্পোর্টস।

বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। আবু হায়দার রনির পরিবর্তে খেলছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কা দলে দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নামে সুরঙ্গা লাকমাল ও দুশমান্থ চামারার পরিবর্তে দলে এসেছেন ইসুরু উদানা ও আমিলা আপন্সো।

টুর্নামেন্টের প্রথম দেখাতে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। সেদিন মুশফিকুর রহিমের ব্যাটে চড়ে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতে বাংলাদেশ।

সিরিজ থেকে ছিটকে যাওয়া সাকিব শ্রীলঙ্কায় যান হঠাতই। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেন। গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময়ই আঙুলে চোট পেয়ে ছিটকে যান মাঠের বাইরে।

আঙুলে দশটি সেলাই দরকার হয়। পুনর্বাসনে ছিলেন দেড় মাস। চিকিৎসা করিয়েছেন থাইল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টিতে ছিলেন না। তার অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন মাহমুদুল্লাহ।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh