• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চ্যাম্পিয়নস লিগ ফুটবল

কোয়ার্টারে বার্সার রোমা ও রিয়ালের জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক

  ১৬ মার্চ ২০১৮, ১৭:৩১

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে স্পেনের ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও সেভিয়া একে অপরের মুখোমুখি হতে চাচ্ছিলো না। কারণ স্পেনের দলগুলো সামর্থ্য সম্পর্কে তারা সকলেই অবগত। অবশেষে কোয়ার্টার ফাইনালের ভাগ্য পরীক্ষাতেও তারা কেউ কারোর মুখোমুখি হননি।

শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে ফিফা সদর দফতরে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফুটবল ক্লাব বার্সলোনা ও ইতালিয়ান ক্লাব এএস রোমা। দ্বিতীয় ম্যাচে স্পেনের দল সেভিয়ার মুখোমুখি হবে জার্মানির বায়ার্ন মিউনিখ। তৃতীয় ম্যাচে স্পেনের দল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের। আর চতুর্থ ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে লিভারপুলের।

--------------------------------------------------------
আরও পড়ুন: রানার মৃত্যুবার্ষিকীতে জয় চায় বাংলাদেশ
--------------------------------------------------------

ড্রয়ের আগেই উয়েফা নিশ্চিত করে এবারের ড্র হবে উন্মুক্ত। কোনো বিধি-বাধ্যকতা বা কোটা সিস্টেম নেই। নেই দেশ ভিত্তিক বাধ্যকতাও। ৮টি দলকেই রাখা হবে একপাত্রে। সেখান থেকে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে প্রতিপক্ষ। মানে একই দেশের দুই ক্লাবই মুখোমুখি হতে পারে কোয়ার্টার ফাইনাল।

এবারের কোয়ার্টারে দলগুলোর ভাগ্য নির্ধারণ করেন ইউক্রেন কিংবদন্তী আন্দ্রেই শেভচেঙ্কো।

উল্লেখ্য, শেষ ষোলোর ম্যাচে বার্সেলোনা চেলসিকে, রিয়াল মাদ্রিদ পিএসজিকে, লিভারপুল পোর্তোকে, জুভেন্টাস টটেনহ্যামকে, সেভিয়া ম্যানইউকে, এএস রোমা শাখতারকে, বায়ার্ন বেসিকতাসকে, ম্যানসিটি বাসেলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh