• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আবারও প্রশ্নবিদ্ধ নারিনের বোলিং

স্পোর্টস ডেস্ক

  ১৬ মার্চ ২০১৮, ১৬:২৭

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে ক্যারিবীয়ান স্পিনার সুনিল নারিনের বোলিং অ্যাকশন।

বুধবার শারজাহতে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ম্যাচে লাহোর কালান্দার্সের এই অফ স্পিনারের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে আম্পায়ারদের।

এই মুহূর্তে পরীক্ষা ছাড়াই নারিন টুর্নামেন্ট চালিয়ে যেতে পারবেন। তবে টুর্নামেন্টের ‘সতর্ক তালিকায়’ থাকবে তার নাম। আবার অভিযোগ উঠলে তিনি আর টুর্নামেন্টে খেলতে পারবেন না।

নারিনের বোলিং অ্যাকশনের রিপোর্ট ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে (সিডব্লিউআই) পাঠাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়েস্ট ইন্ডিজই এখন তার বোলিং অ্যাকশন নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।