• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পিএসজির জয়ের নায়ক এমবাপে

স্পোর্টস ডেস্ক

  ১৫ মার্চ ২০১৮, ১৪:৩৪

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে অ্যাঙ্গারসকে হারিয়ে শিরোপার দৌড়ে আরও এগিয়ে গেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শেষ আট ম্যাচের চারটিতে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে পিএসজির।

বুধবার ম্যাচের অধিকাংশ সময় ১০ জন নিয়ে খেলা দলটি ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে। দলের হয়ে দুটি গোলই করেছেন কিলিয়ান এমবাপে।

ম্যাচের ১৬তম মিনিটেই সরাসরি লাল কার্ড দেখেন মিডফিল্ডার চিয়াগো মোত্তা। প্রতিপক্ষের ডিফেন্ডার রোমা তমাসকে ফাউল করায় মোত্তাকে লাল কার্ড দেখান রেফারি।

১০ জন নিয়ে খেললেও উনাই এমেরির শিষ্যদের দুর্দান্ত আক্রমণ আর মাঠ দখলে বোঝাই যায়নি একজন কম খেলছে তারা। এর মাঝেই ম্যাচের শুরুর দিকে জোড়া গোল করে দলকে নিরাপদে নিয়ে যান ফ্রেঞ্চ তারকা এমবাপে।

১২তম মিনিটে ইউলিয়ান ড্রাক্সলারের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে প্রথম গোলটি করেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। আর ২৫তম মিনিটে বাইলাইনের কাছ থেকে ডি বক্সের মধ্যে প্রথম ছোঁয়ায় ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ৭৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে ব্যবধান কমান অ্যাঙ্গারস ফরোয়ার্ড কার্ল তোকো একাম্বি।

লিগ ওয়ানের সব শেষ পয়েন্ট টেবিল অনুযায়ী ৩০ ম্যাচে ২৬ জয় ও ২ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৮০। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর অবস্থান ৬৩।

আরও পড়ুন:

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
প্রত্যাবর্তনের গল্প লিখে পিএসজিকে হারাল বার্সা
আইএসের হুমকি, পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদার
X
Fresh