• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেসিকে আটকাতে পারবে না চেলসি: গাজিকা

স্পোর্টস ডেস্ক

  ১৪ মার্চ ২০১৮, ১৮:০৯

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার গভীর রাতে ফের মুখোমুখি হচ্ছে জায়ান্টরা। শেষ ষোলর লড়াইয়ের দ্বিতীয় লেগে মুখোমুখি বার্সেলোনা ও চেলসি। স্ট্যামফোর্ডে ব্রিজে প্রথম লেগের ম্যাচে খেলার ফল ছিল ১-১।

কোয়ার্টার ফাইনালে যাবার জন্য ঘরের মাঠে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না আর্নেস্তো ভালভার্দে। তবে এই ম্যাচে চোটের কারণে প্রথম একাদশের কিছু প্লেয়ারকে পাচ্ছেন না বার্সা কোচ। তালিকায় রয়েছেন নেলসন সেমেদো, ইনিয়েস্তা, ড্যানিয়েল সুয়ারেজের মতো গুরুত্বপূর্ণ সদস্যরা।

এদিকে কার্ডের কারণে নেই ফিলিপ কুতিনহো। লুইজ সুয়ারেজ হলুদ কার্ডের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না। লা লিগায় ৩৫ ম্যাচ অপরাজিত রয়েছেন কাতালান জায়ন্টরা। সপ্তাহান্তের ম্যাচে মালাগাকে ২-০ গোলে হারিয়েছেন তারা।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি -র খেতাব জয়ের আশা কার্যত শেষ। ইপিএলে পরপর দুটি ম্যাচে হেরেছে অ্যান্তেনিও কোন্তের ছেলেরা। যদিও সপ্তাহান্তের ম্যাচে তারা ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে জয় লাভ করেছে ব্লুজরা।