• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেইমার ছাড়াই রাশিয়া-জার্মানির সামনে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

  ১৩ মার্চ ২০১৮, ১৫:১৪

রাশিয়া বিশ্বকাপের বাকি আর ৯৩ দিন। বিশ্বকাপের প্রাক প্রস্তুতিতে ব্রাজিলের গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে রাশিয়া ও জার্মানির মুখোমুখি হতে যাচ্ছে তিতের শিষ্যরা। এরই লক্ষ্যে রাশিয়া ও জার্মানির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দলে রয়েছেন তিন নতুন মুখ। ইনজুরির কারণে নেই দলের অন্যতম তারকা নেইমার।

সোমবার তিতের ঘোষিত দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ত্রয়ী ভ্যালেন্সিয়ার গোলরক্ষক নেতো, বেসিকতাসের মিডফিল্ডার অ্যান্ডারসন তালিসকা ও রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড উইলিয়ান হোসে।

তবে জুভেন্টাসের তারকা ফুলব্যাক অ্যালেক্স সান্দ্রো তিতের দলে জায়গা পাননি। পায়ের ‘মেটাটারসাল’ হাড় ভেঙে যাওয়ায় খেলতে পারবেন না দলের সেরা তারকা নেইমার।

তারপরও দলে রয়েছেন বেশ কিছু তারকা খেলোয়াড়। ফিলিপে কুতিনহো, মার্সেলো, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, কাসেমিরো, উইলিয়ান, এডারসনরা ২৩ মার্চ মস্কোতে আয়োজক রাশিয়ার বিপক্ষে খেলবেন।