• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিমানটি বিধ্বস্তের ঘটনায় লিভারপুলের শোক

স্পোর্টস ডেস্ক

  ১৩ মার্চ ২০১৮, ১২:২৮

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি বিধ্বস্তের ঘটনায় শোক নেমে এসেছে বিভিন্ন মহলে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হবার ঘটনায় শোক প্রকাশ করছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান সমূহ। এবার শোক প্রকাশ করলো ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুতে বিধ্বস্ত হওয়ার পর এ পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার দুপুরে বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ছিটকে গিয়ে রানওয়ের পূর্ব পাশে বিধ্বস্ত হয়। বিমানে ৭১ জন আরোহী ছিল। এর মধ্যে ৩৩ জন নেপালি।

এ ঘটনায় ইউরোপের অন্যতম সেরা ক্লাবটির অফিসিয়াল ফেসবুক পেজে শোক প্রকাশ করা হয়।

এনফিল্ডের দলটি জানায়, সাম্প্রতিক বিমান দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করছে লিভারপুল ফুটবল ক্লাব।

ঐতিহাসিক দলটি পক্ষ থেকে ওই পোস্টে আরও জানায়, হতাহতদের পরিবার এবং স্বজনদের প্রতি আমাদের সমবেদনা।

ইউএস-বাংলার ফ্লাইট বিএস ২১১ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় বাংলাদেশ সময় দুপুর পৌনে ১টার দিকে।।
নেপালে স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে কাঠমান্ডুতে নামার সময় পাইলট নিয়ন্ত্রণ হারালে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh