• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিষিদ্ধ চান্দিমাল, লঙ্কা শিবিরে নয়া কাপ্তান

স্পোর্টস ডেস্ক

  ১২ মার্চ ২০১৮, ০৯:৩৯

৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিজেদের মাঠে ত্রিদেশীয় সিরিজ নিদাহাস ট্রফি আয়োজন করেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় জয়ে দুর্দান্ত সূচনা করে স্বাগতিকরা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় সংগ্রহ করেও টুর্নামেন্টের আরেক প্রতিপক্ষ বাংলাদেশের সঙ্গে হেরে বিপাকে পড়ে লঙ্কান শিবির। মরার উপর খাঁড়ার ঘায়ের মতো আরেকটি বড় বিপদে পড়তে হয়েছে দলকে।

গুরুতর স্লো ওভার রেটের অপরাধে পরবর্তী দুই ম্যাচে দিনেশ চান্দিমালকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই নিদাহাস ট্রফিতে আজ সোমবার ভারত ও আগামী ১৬ মার্চ শুক্রবার বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না শ্রীলঙ্কার অধিনায়ক।

প্রশ্ন ওঠে এই উইকেট কিপার ব্যাটসম্যানের বদলে দলের হাল ধরছেন কে?

জবাব মিলেছে, চান্দিমালের পরিবর্তে থিসারা পেরেরাকে অধিনায়ক করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।