• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রানের পাহাড়ের সামনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

  ১০ মার্চ ২০১৮, ২১:১৫

ভেজা মাঠে টস জিতে ফিল্ডিং নেয়াটাইতো স্বাভাবিক। সেটাই করেছিলেন টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। আজ শনিবার নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে পাহাড় সমান ২১৫ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।

কলম্বোর প্রেমাদাসায় খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। টস হেরে যখন লঙ্কান অধিনায়কের কথায় জয়ের আভাস। দিনেশ চান্দিমালের ভাষায়, টস জিতলে আমরা ব্যাটিংই নিতাম। এখানেই যেন ‘হেরে গেলো’ বাংলাদেশ।

টাইগার অধিনায়কের সিদ্ধান্তের পেছনেও নিশ্চয়ই যথেষ্ট কারণ আছে। তবে তার আস্থার প্রতিদান দিতে পারেনি বোলাররা। ইনিংসের শুরুর ওভারেই তাসকিনের ১৩ রান। এরপর মুস্তাফিজ, তারপর রুবেল হোসেন। পাওয়ার প্লেতে রান আসাটা স্বাভাবিকই। তবে এই ধারাবাহিকতা পুরো ইনিংস জুড়েই ধরে রেখেছিলেন বোলাররা।

শেষ পর্যন্ত বাংলাদেশি বোলারদের ওপর আধিপত্য বজায় রেখে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ২১৪ রান।