• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

  ১০ মার্চ ২০১৮, ১৯:১৫

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কাকে বল করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

আজ শনিবার কলম্বোতে দিনভর বৃষ্টি থাকলেও প্রেমাদাসা স্টেডিয়ামে যথাসময়েই ম্যাচটি শুরু হয়েছে।

পূর্ণশক্তির দল না পাঠালেও বাংলাদেশের বিপক্ষে খুব সহজেই জিতেছে ভারত। ব্যাটসম্যানদের অতি আত্মবিশ্বাসী মনোভাব এবং দুর্বল বোলিংয়ের কারণেই বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে নিশ্চয়ই আজ মাঠে নেমেছে টাইগাররা।

কিন্তু ফরমে থাকা লঙ্কানদের বিপক্ষে কঠিন কাজ হবে মুশফিক-তামিমদের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচের ৭টিতেই হেরেছে বাংলাদেশ। গত বছর কলম্বোতে শ্রীলঙ্কাকে হারানোর সুখস্মৃতিই হতে পারে বাংলাদেশের জন্য ভালো করার অনুঘটক।

অন্যদিকে উদ্বোধনী ম্যাচে ভারতকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে স্বাগতিকরা। এর সঙ্গে বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক ফরমও এ ম্যাচে হাথুরু সিংহের শিষ্যদেরকে এগিয়ে রাখছে।

শ্রীলঙ্কা স্কোয়াড

উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), কুসল পেরেরা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, জীবন মেন্ডিস, দুশমান্থ চামিরা, নুয়ান প্রদীপ।

বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান, নাজমুল ইসলাম, রুবেল হোসাইন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh