• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শোয়েব মালিকের অন্যরকম ট্রিপল

স্পোর্টস ডেস্ক

  ০৯ মার্চ ২০১৮, ১৪:৩০

পাকিস্তানের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ম্যাচ খেলার ট্রিপল সেঞ্চুরি করলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক।

দুবাই ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের হয়ে বুধবার মাঠে নেমেই এমন মাইলফলক স্পর্শ করেন তিনি।

৩৬ বছর বয়সী মালিক জাতীয় দল সহ ভিন্ন ভিন্ন ১৫টি দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। ১৩ বছরের ক্যারিয়ারে তিনি ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন।

টি-টোয়েন্টিতে বিভিন্ন দলকে এ পর্যন্ত ৯৭ বার নেতৃত্ব দিয়েছেন। এতে তার জয়ের রেকর্ড ৬৯ শতাংশ।

পিএসএলে এবার মুলতানের নেতৃত্বেও রয়েছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে সফল অধিনায়কও মালিক।