• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেসিকে হারানোর ভয়ে কাঁপছে বার্সা!

স্পোর্টস ডেস্ক

  ০৮ মার্চ ২০১৮, ১৯:০৬

বার্সেলোনার তুনের সবচেয়ে ধারালো তীর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বর্তমান সময়ে নিজের ফুটবল শৈলী দিয়ে বিশ্বকে মোহিত করে রেখেছেন এলএমটেন। লিওনেল মেসি মানেই পায়ের জাদুতে মোহিত হবে ফুটবল বিশ্ব। তটস্থ থাকবে প্রতিপক্ষের ডিফেন্স, গোলরক্ষক। ম্যাচে হবে গোলের ফুলঝুড়ি। গোল করবেন আবার সতীর্থদের দিয়ে গোল করাবেন। তার পা ফুটবল মাঠে শিল্পী হয়ে এঁকে যাবে নতুন শিল্প।

চলতি মৌসুমে বার্সেলোনার তুনের সবচেয়ে ধারালো তীরটি ধারাবাহিকভাবে দুর্দান্ত গতিতে ছুটছে। পাঁচবার ব্যালন ডি’অর ট্রফি ঘরে তুলেছেন। এবারও এই অ্যাওয়ার্ডের দৌঁড়ে শীর্ষে রয়েছেন। ইতোমধ্যে তারা লা লিগায় শীর্ষস্থান দখল করে আছে। কোপা দেল রে’র ফাইনাল নিশ্চিত করেছে। চ্যাম্পিয়নস লিগেও রয়েছে ভালো অবস্থানে। তার অসাধারণ সব কীর্তির জন্য অনেকেই অনেক মন্তব্য করে থাকেন। এমন এক খেলোয়াড়কে নিয়ে হারানোর ভয়ে কাঁপছে বার্সেলোনা শিবির।

অথচ দলবদলের বাজারে লিওনেল মেসিকে প্রতিদ্বন্দ্বীদের হাত থেকে সুরক্ষিত রাখতে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজও হয়তো যথেষ্ট নয়! বার্সেলোনার ফিন্যান্সিয়াল ও স্ট্র্যাটেজি ডিরেক্টর পাঞ্চো স্ক্রোডার এমন আশঙ্কার কথাই প্রকাশ করেছেন। ন্যু ক্যাম্পের এই শীর্ষ কর্মকর্তার দৃষ্টিতে, বর্তমান ট্রান্সফার মার্কেটের পরিস্থিতি অস্থিতিশীল এবং ভবিষ্যৎ নিয়ে কোনো নিশ্চয়তা দিতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

গত বছর ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ দিয়ে নেইমারকে বার্সা থেকে ভাগিয়ে নেয় পিএসজি। এরপরই নড়েচড়ে বসে স্প্যানিশ জায়ান্টরা। ইতোমধ্যেই বেশ কয়েকজনের সঙ্গে চুক্তি নবায়ন করে মোটা অঙ্কের রিলিজ ক্লজ (ক্লাবের ইচ্ছার বিরুদ্ধে যেতে চাইলে এ পরিমান অর্থ পরিশোধ করতে হয়) বেঁধে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।