• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোহলি, ধাওয়ানদের বেতন সাত কোটি!

স্পোর্টস ডেস্ক

  ০৭ মার্চ ২০১৮, ২২:০৮

ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নানা দেশে নানা কথাই উঠেছে সাম্প্রতিককালে। কয়েকদিন আগে মেলবোর্নে বাংলাদেশের সাকিব কম পারিশ্রমিকের বিষয়টাই তুলে ধরেছিলেন।

এমনই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারদের পারিশ্রমিকের কথা শুনলে যে কারও চোখ কপালে উঠে যাবে। কিছুদিন আগে বিরাট কোহলিরাও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন পারিশ্রমিক বাড়ানোর। তারই ফল পেলো তারা।

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) আজ বুধবার নতুন পদ্ধতির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে।

মোট চারটি ভাগে ২৬ জন খেলোয়াড়কে বোর্ডটি এবার চুক্তির অন্তর্ভূক্ত রেখেছে। গতবারের চেয়ে এবার একটি ক্যাটাগরি বাড়লেও কমেছে ৬ জন খেলোয়াড়।

২০১৭-১৮ মৌসুমের জন্য বেতন কাঠামোতে নতুন চালু করা এ+ ক্যাটাগরিতে জায়গা পাননি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই ক্যাটাগরিতে জায়গা পাওয়া পাঁচ খেলোয়াড় হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, জ্যাসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার।

এই চুক্তির মেয়াদ ধরা হবে ২০১৭ সালের অক্টোবর থেকে। শেষ হবে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে। কেন্দ্রীয় চুক্তিতে মোট চারটি ক্যাটাগরিতে ২৬ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। ‘এ+’ ক্যাটাগরির খেলোয়াড়রা বছরে পাবেন সাত কোটি রুপি করে।

‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা এক বছরে পাবেন পাঁচ কোটি রুপি করে। ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন তিন কোটি করে। সি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন এক কোটি রুপি করে।

--------------------------------------------------------
আরও পড়ুন: রাশিয়া মাতাবে সালাহর মিশর
--------------------------------------------------------

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া খেলোয়াড়রা

১. এ+ (সাত কোটি ভারতীয় রুপি): বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, জ্যাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার।

২. এ (পাঁচ কোটি ভারতীয় রুপি): মহেন্দ্র সিং ধোনি, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে।

৩. বি (তিন কোটি ভারতীয় রুপি): উমেশ যাদব, লোকেশ রাহুল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, ইমান্ত শর্মা, দিনেশ কার্তিক।

৪. সি (এক কোটি ভারতীয় রুপি): সুরেশ রায়না, কেদার যাদব, মনিশ পান্ডে, আক্সার প্যাটেল, করুন নায়ার, পার্থিব প্যাটেল, জয়ন্ত যাদব।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
X
Fresh