• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গম্ভীরের হাতে দিল্লির আর্মব্যান্ড

স্পোর্টস ডেস্ক

  ০৭ মার্চ ২০১৮, ১৮:১০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১১তম আসরের পর্দা উঠবে এপ্রিলের ৭ তারিখ। ইতোমধ্যে প্রতিটি দলই তাদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে। এর আগে টানা সাত বছর কলকাতার অধিনায়ক ছিলেন তিনি। তবে এই তারকা আইপিএলে ক্যারিয়ারের শুরুটা করেন দিল্লির হয়ে। এবারের আসরে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন গৌতম গম্ভীর।

বুধবার দিল্লি ডেয়ারডেভিলস তাদের অধিনায়ক হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করে।

এবারের আসরে কলকাতা ছেড়ে দেয় সাবেক অধিনায়ক গৌতমকে। ফলে নিলামে উঠতে হয়। কিন্তু নিলামের আগে গম্ভীরকে ২ কোটি ৮০ লাখ রূপিতে দলে নেয় দিল্লি।

নিজের রাজ্যের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে আনন্দিত গৌতম গম্ভীর জানান, দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক হতে পারাটা অনেক সম্মানের আমার জন্য। এই দলের হয়েই আমি আইপিএল শুরু করেছিলাম। তাছাড়া ক্রিকেট ক্যারিয়ারের শুরুটাও দিল্লির হয়ে। তাই নিজ শহরে ফেরার আনন্দ তো ছিলই। এবার সাথে যুক্ত হলো বড় দায়িত্ব। আশা করি দলকে সাফল্য এনে দিতে পারবো।