• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আগামী বছরের চ্যাম্পিয়নস লিগে বড় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

  ০২ মার্চ ২০১৮, ১৫:১৫

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে সরাসরি অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানো হয়েছে। আগের ২২ দলের জায়গায় করা হয়েছে ২৬ দল।

একইসঙ্গে খেলা শুরুর সময়েও পরিবর্তন এনেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

একইভাবে ইউরোপা লিগের দল সংখ্যাও বাড়িয়ে দেয়া হয়েছে। নতুন নিয়মে ১৭টি ক্লাব সরাসরি ইউরোপা লিগের গ্রুপপর্বে অংশ নেবে।

সেইসঙ্গে চ্যাম্পিয়নস লিগ থেকে অবনমিত ১০টি ক্লাব প্লে-অফ রাউন্ড ও তৃতীয় কোয়ালিফাইং রাউন্ড থেকে টুর্নামেন্টে যুক্ত হবে।

যদিও টুর্নামেন্টের ফরম্যাটে কোন পরিবর্তন আসবে না। আগামী মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে অংশগ্রহণকারী দল সংখ্যায় পরিবর্তন আনা হবে শুধু।

চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফিকেশন রাউন্ড শুরুর প্রাক্কালে প্রিলিমিনারি রাউন্ড শুরু হবে। সেখান থেকে চারটি দল মিনি নকআউট টুর্নামেন্টে অংশ নেবে।

সময় পরিবর্তন করে আবার গ্রিনিচ সময় পৌনে ৭টা আনা হয়েছে খেলা শুরুর সময়, বাংলাদেশ সময় অনুযায়ী যা রাত পৌনে একটা।

আরও পড়ুন:

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
X
Fresh