• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

প্রীতি ম্যাচে আর্জেন্টিনা দলে হিগুয়েইন, বাদ দিবালা

স্পোর্টস ডেস্ক

  ০২ মার্চ ২০১৮, ১৩:১৬

আর কয়েকমাস পরেই রাশিয়ায় ৩২ দলের অংশগ্রহণে মাঠে গড়াবে বিশ্ব ফুটবলের বড় আসর। দীর্ঘ একমাস ব্যাপী রাশিয়ার বিভিন্ন মাঠে গড়াবে এ ফুটবল যুদ্ধ। মূলপর্বে নামার আগে প্রায় দলগুলো প্রস্তুতি ম্যাচে নামবে।

তারই অংশ হিসেবে চলতি মাসে ইতালি ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিবে গতবারের রানার্সআপ আর্জেন্টিনা। দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে ফিরলেন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। তবে জর্জ সাম্পাওলির দলে সুযোগ মেলেনি অন্য দুই তারকা স্ট্রাইকার পাওলো দিবালা ও মাওরো ইকার্দির।

গত সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা হিগুয়েইনের সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে দলে ভিড়িয়েছে। ইতালিয়ান লিগ সিরিআতে জুভেন্টাসের হয়ে ১৪টি গোল করেছেন তিনি।

কিন্তু হিগুয়েইনের ক্লাব সতীর্থ দিবালা হ্যামিস্ট্রিং ইনজুরির থেকে ফিরে বদলি হিসেবেই অনেকদিন খেলছেন। অন্যদিকে একই লিগে ইন্টার মিলানের হয়ে খেলা ইকার্দি এ সময় মাত্র একটি গোল করতে পেরেছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আগামী ২৩ মার্চ ইতালির বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা। আর চার দিন পর ওয়ান্ডা মেট্রোপোলিটানোতে স্পেনের মুখোমুখি হবে আলবেসেলিস্তেরা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ৩ মাস আগে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামছে সাম্পাওলির শিষ্যরা।

আর্জেন্টিনা স্কোয়াড:
সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), নাহুয়েল গুজম্যান (টাইগ্রেস), উইলি কাবল্লোরো (চেলসি), জাভিয়ার মাশ্চেরানো (হেবেই চায়না ফরচুন), নিকোলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), ফেডেরিকো ফাজিও (রোমা), গ্যাব্রিয়েল মারকাদো (সেভিয়া) মারকোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), রামিরো ফুনেস মরি (এভারটন), মারকোস অ্যাকুনা (স্পোর্টিং সিপি), এডুয়ার্ডো সালভো (বেনফিকা) নিকোলাস টাগলিয়াফিকো (আয়াক্স), লুকাস বিগলিয়া (এসি মিলান), এভার বনেগা (সেভিয়া), লিওনাদ্রো পারেদেস (জেনিত), অ্যাঙ্গেল ডি মারিয়া (প্যারিস সেন্ট জার্মেই) ম্যানুয়েল ল্যানজিনি (ওয়েস্ট হ্যাম), জিওভানি লো সেলসো (প্যারিস সেন্ট জার্মেই), দিয়েগো পেরোত্তি (রোমা) লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও অ্যাগুয়েরো (ম্যানচেস্টার সিটি), গঞ্জালো হিগুয়েইন (জুভেন্টাস)।

আরও পড়ুন:

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh