• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বার্সার ড্রয়ে জমে উঠলো লা লিগা

স্পোর্টস ডেস্ক

  ০২ মার্চ ২০১৮, ১০:১৩

লিগের শেষ দিকে এসে ছন্দহীন বার্সেলোনা? ছন্দহীন বললে অবশ্য ভুলই বলা হবে। ছন্দেই খেলছেন মেসিরা, তবে ভাগ্য যেন সহায় হচ্ছে না। ২৬ ম্যাচে মাঠে নেমে তাদের জয় মাত্র ৫টিতে। শক্তিমত্তায় বার্সেলোনার চেয়ে ঢের পিছিয়ে তারা। সেই লাস পালমাসই কিনা ঘরের মাঠে রুখে দিল বার্সেলোনাকে! সেটা অবশ্য বিতর্কিত পেনাল্টিতে।

আগের দিন লেগানেসকে উড়িয়ে ব্যবধান কমিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। লাস পালমাসকে হারিয়ে ফের সাত পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার। কিন্তু পুঁচকে দলটির মাঠে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা হোঁচট খাওয়ায় লা লিগার শিরোপা লড়াই জমে উঠেছে।

বৃহস্পতিবার লা লিগায় অবনমনের শঙ্কায় থাকা লাস পালমাসের মাঠে ১-১ ড্র করেছে মেসির দল। ফলে মূল্যবান ২ পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। ১৬ বছর পর বার্সেলোনার কাছ থেকে ১ পয়েন্ট নিতে পারল লাস পালমাস। এর আগে ২০০২ সালে সর্বশেষ বার্সার বিপক্ষে পয়েন্ট পেয়েছিল তারা। বার্সেলোনা পয়েন্ট হারানোয় জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই।