• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নারী গ্রুপে শিরিন, পুরুষে ইব্রাহিম চ্যাম্পিয়ন

রাবি প্রতিনিধি

  ০১ মার্চ ২০১৮, ২০:২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা শেষ হয়েছে। শতাধিক প্রতিযোগীর মধ্যে নারী গ্রুপে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন রাবির শিরিন আক্তার ও পুরুষ গ্রুপে যবিপবির ইব্রাহিম।

বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা ও পুরস্কার প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

প্রতিযোগিতায় পুরুষ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও নারী গ্রুপে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উভয় গ্রুপের রানার আপ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতার ৩৩টি ইভেন্টে অংশ নেয়া দুই শতাধিক প্রতিযোগীর মধ্যে নারী গ্রুপে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন রাবির শিরিন আক্তার ও পুরুষ গ্রুপে যবিপবির ইব্রাহিম। শিরিন আক্তার এ আসরেও দ্রুততম মানবী হয়েছেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ অনেকে।