• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টি-টোয়েন্টিতে ফিরছেন না মাশরাফি: পাপন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৬

গেলো বছরের ৬ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে নামার আগে টি-টোয়েন্টি থেকে অবসর নেবার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মুর্তজা। ক্যারিয়ারের শেষ ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে অবিস্মরণীয় জয় পায় টাইগাররা। বাংলাদেশের করা ১৭৬ রানের জবাবে খেলতে নেমে ১৮ ওভারে ১৩১ রানে অলআউট হয় স্বাগতিকরা।

টাইগারদের ৪৫ রানের ওই জয়ের সিরিজ ১-১ ম্যাচে ড্র হয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ওই ম্যাচটির পর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে দুটি টি-টোয়েন্টি খেলতে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। নতুন অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে দুই ম্যাচেই হারতে হয় দলকে।

পরের মাসে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। সবশেষ এ আয়োজনে রংপুর রাইডার্সের আইকন হিসেবে মাঠে নামেন বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বল হাতে নিজের সেরাটা দেয়ার পাশাপাশি ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। তার নেতৃত্বেই প্রথমবারের মতো শিরোপার দেখা পায় রংপুরের দলটি। পঞ্চম আসরে চতুর্থ শিরোপা উঁচিয়ে ধরেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি।

--------------------------------------------------------
আরও পড়ুন: সরফরাজকে তিন ফরম্যাটেই অধিনায়ক করতে চান কোচ
--------------------------------------------------------