• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভক্তদের কাঁদিয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন নেইমার

স্পোর্টস ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৫

২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ইনজুরির কবলে পড়ে সবাইকে কাঁদিয়ে মাঠ ছাড়েন নেইমার। কষ্টে ভরা আবেগঘন দিনটি যেনো আবারও ফিরে এলো। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মাঠ পার্ক দো প্রিন্সেসে একইরকম দৃশ্য দেখা গেলো। মার্সেইর বিপক্ষে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান মহাতারকা।

রোববার ফ্রেঞ্চ লিগ ওয়ানের এ ম্যাচে একটি গোল সাম্বা ফরোয়ার্ডের নামেই হতো তবে প্রতিপক্ষের ডিফেন্ডার রোলান্ডোর পায়ে লেগে সেটি আত্মঘাতি গোল হয়ে। এদিন গোল করেছেন এডিসন কাভানি ও কিলিয়ান এমবাপে। এতে ৩-০ গোলে জয় পেয়েছে ফ্রেঞ্চ পাওয়ার হাউজ।

ম্যাচের ৭৭তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নেয়ার চেষ্টা করতে গিয়ে গোড়ালিতে চোট পান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। আঘাত এতোটাই তীব্র ছিলো যে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

আসছে ৬ মার্চ উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামবে উনাই এমেরির শিষ্যরা। এমনিতেই প্রথম লেগে ৩-১ গোলে পিছিয়ে আছে প্যারিসের দলটি। তার মধ্যে মরার উপর খাড়ার ঘায়ের মতো আঘাত হেনেছে দলের সবচেয়ে বড় তারকার চোট।

এনিয়ে কোচ বলেন, নেইমারকে মাঠ থেকেই হাসপাতালে নেয়া হয়েছে। পরীক্ষা করার পরই বোঝা যাবে তার সব শেষ অবস্থা কি।

বুধবার ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার-ফাইনালে ফের মার্সেইয়ের মুখোমুখি হবে কাভানি-এমবাপেরা।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh