• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিউজ হিট করতে মিথ্যা তথ্য প্রকাশ: তাসকিন

স্পোর্টস ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৮

নিউজ হিট করাতে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে বলে মন্তব্য করলেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ পেসার তাসকিন আহমেদ।

‘এবার বউ পেটালেন তাসকিন!’ শিরোনামের নিউজ প্রসঙ্গে কথা বলতে গিয়েই এই মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপের সময় তাসকিন বলেন, এটা মোটেও সত্যি নয়। প্রথম আমি দেখে হেসেছি। এখন ফেসবুকের যুগ, মানুষ যা দেখে সেটিই বিশ্বাস করে। যারা এসব করে, ওদের পরিবারের ঠিক নাই, কোনো আত্মসম্মান নাই।

তিনি বলেন, আজকে আমাকে নিয়ে লিখছে। আগামীকাল আরেকজনকে নিয়ে লিখবে। নিউজটি সত্য হলে অন্যান্য পোর্টালও নিউজ করতো। তবে আল্লাহ্‌র রহমতে পরিবার নিয়ে অনেক ভালো আছি। এসব নিয়ে ভয় পাই না।

গত বছর অনেক দিনের বান্ধবী সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তাসকিন। ঢাক-ঢোল বাজিয়ে বিয়ে না করলেও ওইদিনই তার বিয়ের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

আপাতত জাতীয় দলের বাইরে আছেন তাসকিন। দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে ব্যর্থ হবার পর আর ভালো পারফরম করতে পারেননি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনে জিতে যা বললেন মিশা সওদাগর
নির্বাচনে জিতে যা বললেন ডিপজল (ভিডিও) 
নির্বাচনে হেরে যা বললেন নিপুণ
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
X
Fresh