• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইসিসির র‌্যাংকিংয়ে ভুল!

স্পোর্টস ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৪

সদ্য সমাপ্ত ট্রান্স-তাসমান সিরিজে গ্রুপপর্বের চার ম্যাচেই জয় পায় অস্ট্রেলিয়া। ফাইনালে নিউজিল্যান্ডকে হারায় তারা। এরপর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টিতে র‍্যাঙ্কিংয়ে তারা শীর্ষে উঠে এসেছে বলে জানায় সংস্থাটি।

তবে সেটি নাকি ছিল আইসিসির ভুল। কিছুক্ষণ পরেই ভুল বুঝতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। আসলে র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান দুই নম্বরে। ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন পাকিস্তান।

একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ১২০ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এছাড়া ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে নিউজিল্যান্ড। মাত্র এক পয়েন্ট কম থাকায় পঞ্চম স্থানে ওয়েস্ট ইন্ডিজ।

এছাড়া ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড ষষ্ঠ, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা সপ্তম, ৯১ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা অষ্টম, ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান নবম এবং ৭২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ দশম অবস্থানে আছে।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
সাকিবের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
আঙুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষিদের
এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন
X
Fresh