• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পিএসএলে বিকেলে নামছেন রিয়াদ, রাতে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৩

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন পাঁচ ক্রিকেটার। টুর্নামেন্টের প্রথম দিনে পেশোয়ার জালমির হয়ে মাঠে নেমেছিলেন তামিম ইকবালের পেশোয়ার জালমি। প্রথম ম্যাচে নবাগত দল মুলতান সুলতানসের কাছে ৭ উইকেটের বিরাট ব্যবধানের পরাজিত হয়।

আজ দ্বিতীয় দিনে বিকেল কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে মাঠে নামবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর রাতে লাহোর কালান্দারর্সের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শহীদ আফ্রিদির করাচি কিংসের বিপক্ষে খেলবে কোয়েটা গ্লাডিয়েটর্স। একই দিনে রাতে পিএসএলে প্রথমবারের মতো মাঠ মাতাবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ সময় রাত ১০টায় নবাগত মুলতান সুলতানসের বিপক্ষে লাহোরের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজ।

--------------------------------------------------------
আরও পড়ুন: রামোসকে ‘৫৫০’ নম্বরের স্মারক জার্সি উপহার
--------------------------------------------------------

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স স্কোয়াড:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, কেভিন পিটারসেন, রাইলি রুশো, আসাদ শফিক, শেন ওয়াটসন, জোফরা আর্চার, জ্যাসন রয়, রশিদ খান, মোহাম্মদ নওয়াজ, আনোয়ার আলি, উমার আমিন, মির হামজা, রাহাত আলি, রমিজ রাজা জুনিয়র, সাদ আলি, সাদ শাকিল ও হাসান খান।

লাহোর কালান্দার্স স্কোয়াড:
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক),সুনিল নারাইন,উমর আকমল,ফখর জামান, মোস্তাফিজুর রহমান, ইয়াসির শাহ, মিচেল ম্যাকক্লেনাঘান, ক্যামেরন ডেলপোর্ট, ক্রিস লিন, আমির ইয়ামিন, দিনেশ রামদিন, অ্যান্তন ডেভিচ, বিলওয়াল ভাট্টি, সোহেল খান, বিলাল আসিফ, রাজা হাসান, সোহেল আখতার, শাহিন শাহ আফ্রিদি, ইমরান খান জুনিয়র, সালমান ইরশাদ, গুলরাইজ সাদাফ ও গুলাম মুদাসসর।

আরও পড়ুন:

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh