• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ফাঁস হয়ে গেলো নেইমারদের রাশিয়া বিশ্বকাপ জার্সি

স্পোর্টস ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১২

আর কিছুদিন পরই মাঠে গড়াবে রাশিয়া বিশ্বকাপ। যেখানে বিশ্বের ৩২টি দেশ যুদ্ধে নামবে একটি ট্রফির জন্য। প্রত্যেকটি দেশের কর্তারাই ব্যস্ত আছেন দলের জার্সি কি হবে কিংবা খেলা সংক্রান্ত আনুষাঙ্গিক জিনিসপত্র প্রস্তুত নিয়ে। এর ব্যতিক্রম ছিল না ব্রাজিলেরও। তারাও জার্সি তৈরিতে ব্যস্ত। কিন্তু ব্রাজিল ফুটবল কর্তাদের ফাঁকি দিয়ে ফাঁস হয়ে গেছে আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের নতুন জার্সি।

ব্রাজিলের এবারের জার্সির নামটি দেয়া হয়েছে ‘মিডওয়েস্ট গোল্ড’। ১৯৮০ সালের দলকে সম্মান জানাতে এ নাম বেছে নিয়েছে কর্তৃপক্ষ। প্রায় এ রকমই জার্সি পরে ওই আসরে মাঠ মাতিয়েছিলেন কিংবদন্তি সক্রেটিস।

--------------------------------------------------------
আরও পড়ুন: নিদাহাসের আগে লঙ্কান শিবিরে চোটের হিড়িক
--------------------------------------------------------

এবার ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের পর্দা উঠবে আগামী ১৪ জুন। সেই হিসাবে এখনও সাড়ে তিন মাসের বেশি সময় বাকি। বরাবরের মতো এবারও অন্যতম ফেভারিটের তকমা গায়ে সেঁটে বিশ্বকাপ মঞ্চ মাতাতে যাবে ব্রাজিল। ষষ্ঠবারের মতো সোনার ট্রফিটা ছুঁয়ে দেখতে মুখিয়ে নেইমাররা। তবে তাদের পোশাক ভাগ্যটা কেমন হয়- তাই দেখার।

ঐতিহ্যগতভাবে হলুদ জার্সি পরে ময়দান কাঁপান ব্রাজিলিয়ান ফুটবলাররা। এবারও তার ব্যত্যয় ঘটছে না। তবে রঙে কিছুটা পরিবর্তন এসেছে। হালকার পরিবর্তে নেইমার-কুতিনহোদের জার্সিটি হচ্ছে গাড় হলুদ। রয়েছে হালকা দাগ টানা, তবে নেই কলার।

ফুটি হেডলাইনস ডটকমের বরাত দিয়ে দ্য সান ও মিরর অনলাইন জানাচ্ছে, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, পেরু ও ইংল্যান্ডের জার্সির আদলে তৈরি করা হয়েছে জার্সিটি। এতে রয়েছে সবুজের ছায়া। আছে সেই বিখ্যাত পাঁচটি তারকার নিচে ব্রাজিলের ব্যাজ। এটি জনসমক্ষে আসবে মার্চে।

আরও পড়ুন:

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
X
Fresh