• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পিএসএলের উদ্বোধনী ম্যাচে নামছে পেশোয়ার-মুলতান

স্পোর্টস ডেস্ক

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৯

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের পর্দা উঠছে আজ। আসরের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি ও টুর্নামেন্টের নতুন দল মুলতান সুলতানস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

এবারের আসরে পেশোয়ারের হয়ে খেলবেন ওপেনার তামিম ইকবাল ও সাব্বির রহমান। পেশোয়ারে সাব্বিরের অন্তর্ভুক্তি কাকতালীয়। ইনজুরি আক্রান্ত টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের স্থলে দলে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান। তাকে দলে নেয়ার বিষয়টি গতকাল নিশ্চিত করেছে দলটি।

মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়ের পর পিএসএলে খেলবেন সাব্বির। তবে প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছেনা তামিমের।

পেশোয়ার জালমির টুর্নামেন্ট শুরুর আগেই হারিয়ে বসেছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পাকিস্তানি পেসার হাসান আলীকে। উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল গত পিএসএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও সাম্প্রতিক সময়ে ফর্মে নেই। ওদিকে তামিম দলে থাকলেও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এখনও যেতে পারেননি।

তাই স্থানীয় খেলোয়াড় মোহাম্মদ হাফিজ আর ওয়াহাব রিয়াজের পারফরম্যান্সের দিকেই চেয়ে থাকতে হবে পেশোয়ারকে। বিদেশি কোটায় ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ দুই অলরাউন্ডার ড্যারেন স্যামি আর ডোয়াইন ব্রাভো আছেন এই দলে।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সাব্বির রহমানকে দলে নিয়েছে পেশোয়ার। তিনিও একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে এক দলে দুই বাংলাদেশিকে দেখা যাবে।

এদিকে শোয়েব মালিকের নেতৃত্বাধীন মুলতান সুলতানস এবারই প্রথম খেলার সুযোগ পাচ্ছে পিএসএলে। কুমার সাঙ্গাকারা, কাইরন পোলার্ড, থিসারা পেরেরাদের নিয়ে এই দলটি হতে পারে এবারের টুর্নামেন্টের ডার্ক হর্স। স্বদেশি তিন পেসার জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান আর সোহেল তানভীরকে নিয়ে পেস আক্রমণও যথেষ্ট শক্তিশালী দলটির।

এই দলে ইমরান তাহির খেলার কথা থাকলেও তার বদলি হিসেবে নেয়া হয়েছে শ্রীলঙ্কান অল-রাউন্ডার পেরেরাকে।

পেশোয়ার জালমির সম্ভাব্য একাদশঃ
কামরান আকমল, রিকি উইসেলস, মোহাম্মদ হাফিজ, হ্যারিস সোহেল, খুশদিল শাহ, ব্রাভো, ড্যারেন স্যামি-(অধিনায়ক), ক্রিস জর্ডান, ওহাব রিয়াজ, হাম্মাদ আজম, মোহাম্মদ আজগর।

মুলতান সুলতানসের সম্ভাব্য একাদশঃ
আহমেদ শেহজাদ, কুমার সাঙ্গাকারা, ড্যারেন ব্রাভো, শোয়েব মালিক-(অধিনায়ক), কাইরন পোলার্ড, শোয়েব মাকসুদ, সোহেল তানভীর, উমর গুল, থিসারা পেরেরা, জুনায়েদ খান, ইরফান খান।

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
X
Fresh