• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জিমে ফিরে সুখবর দিলেন সাকিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৮

অবশেষে দলে ফিরলেন সাকিব। সুখবর হচ্ছে আগামী মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নিদাহাস ত্রিদেশীয় টি-টোয়েন্টি ট্রফিতে খেলার জন্য তৈরী করছেন নিজেকে। আজ সকালেই অনেক্ষন জিমে সময় কাটান তিনি। চলতি মাসে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাম হাতের আঙ্গুলে চোট পান তিনি। যার কারণ খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আজ থেকে আবুধাবিতে শুরু হওয়া পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএলে খেলতে পারছেন না তিনি। তার পরিবর্তে ইতোমধ্যে পেশোয়ার জালমি সাব্বিরকে দলভূক্ত করেছে।

পিএসএল খেলতে আপাতত না পারলেও খেলবেন ত্রিদেশীয় ট্রফি। এই ব্যপারটা অন্তত নিশ্চিত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ সকালে ১১টার দিকে মাঠে এসে শুরুতে রানিং করেন। এরপরই প্রায় দেড়ঘন্টা জিমে সময় কাটান। জিম সেশন শেষে আসেন সাংবাদিকদের সামনে। কথা বলেন নিজের অবস্থা সম্পর্কে।

--------------------------------------------------------
আরও পড়ুন: সাকিবের বিশ্রামে হতাশ হয়েছিলাম: হাথুরু
--------------------------------------------------------