• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নেইমারকে ফুটবল ছাড়ার কথা বললেন অরি!

স্পোর্টস ডেস্ক

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৪

বিশ্বসেরা হতে চান, জিততে চান ব্যালন ডি’অর। লিওনেল মেসির ছায়ায় থাকতে চান না বলে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন নেইমার। পিএসজিতে গিয়ে আলোও ছড়াচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে সাবেক ফরাসি স্ট্রাইকার থিয়েরি অরির মতে, এসব করে লাভ নেই। মেসির ছায়া থেকে সরতে চাইলে কেবল স্পেন ছাড়লেই হবে না, ছাড়তে হবে ফুটবল খেলাটাই!

আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় এসে পেপ গার্দিওলার সর্বজয়ী দলের সদস্য হয়েছিলেন অরি। কাতালান দলটির হয়ে মাঠের যে অংশটা দাপিয়ে বেড়াতেন, সে অংশেই খেলতেন নেইমার। তাই মেসির সঙ্গে জুটি বেঁধে খেলার অভিজ্ঞতা আছে এই ফরাসি কিংবদন্তীরও।

নেইমারের উদ্দেশে তাই অরির পরামর্শ, মেসিকে ছাড়ানোর চিন্তাভাবনা মাথা থেকে ফেলে দিতে। মেসির ছায়া থেকে যে বের হওয়া সম্ভব নয়, সেটিই জানিয়ে অরি বলেন, আমি ঠিক জানি না, নেইমার মেসির ছায়া থেকে বের হতেই বার্সেলোনা ছেড়েছে কি না। সত্যি কথা হলো, সব খেলোয়াড়ই মেসির ছায়ায় পড়ে আছে এখন। নেইমার যদি সে ছায়ায় না থাকতে চায়, তবে তার এ খেলা ছেড়ে দেয়া উচিত!

--------------------------------------------------------
আরও পড়ুন: মেসির সঙ্গে আরেকটি চুক্তি চান বার্তোমেউ
--------------------------------------------------------