• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রকাশ্যে রিয়ালকে উনাই এমেরির হুমকি

স্পোর্টস ডেস্ক

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৯

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর প্রথম লেগে নিজেদের মাঠে পিএসজি হারিয়ে অনেকটা নির্ভার রিয়াল মাদ্রিদ। ঠিক উল্টো অবস্থা পিএসজি শিবিরে। তারা শেষ আটের টিকিট পেতে ঘরের মাঠে রিয়ালকে কিভাবে ঘায়েল করবে সে নিয়েই পরিকল্পনা আঁটছে।

শেষ ষোলোর প্রথম লেগে রোনালদোর জোড়া গোল ও মার্সেলোর এক গোলে ৩-১ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে ৭ মার্চ পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে মুখোমুখি হবে দুই দল। ম্যাচে নেইমার-কাভানিদের জয় পেতেই হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে রোনালদো-বেনজেমারা যেন খুঁজে না পায় তাদের জাল।

যদি পিএসজি ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয়, তাহলে অ্যাওয়ে গোলের সুবাদে রিয়ালকে টপকে তারা যাবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। আর যদি ম্যাচ গোলশূন্য ড্র হয়, তাহলে রিয়াল মাদ্রিদ আরেকটি শিরোপার পথে পা বাড়াবে।

ঘরের মাঠে পিএসজি অপ্রতিরোধ্য, ধরা-ছোঁয়ার বাইরে। একের পর এক সাফল্য পাচ্ছেন নেইমাররা। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে ১৯ ম্যাচ খেলেছে তারা। জিতেছে ১৭টি আর হেরেছে মাত্র ২ ম্যাচ। এ সময়ে ৭৪ গোল করেছে পিএসজির খেলোয়াড়রা। আর গোল হজম করেছে মাত্র ১৯টি। পরিসংখ্যানই বলে দিচ্ছে ঘরের মাঠে পিএসজি আরো ভয়ংকর, চিতার মতো ক্ষিপ্র।