• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বোলারের মাথায় লেগে ছক্কা

স্পোর্টস ডেস্ক

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২৭

পেসারদের বাউন্সার সামলাতে না পেরে বহু ব্যাটসম্যান আহত হয়েছেন, এমনকি মৃত্যুও হয়েছে। কিন্তু ব্যাটসম্যানদের খেলা শট বোলারের মাথায় লেগেছে, এমন ঘটনা বিরল। তবে তার থেকে সবচেয়ে বেশি অবাক করে দেবার বিষয়টি হচ্ছে বোলারের মাথায় লেগে ছয় রান পেয়েছেন ওই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ব্যাটসম্যান জিৎ রাভালের মারা একটি শট বিপক্ষের পেসার অ্যান্ড্রু এলিসের মাথায় সজোরে লেগে বাউন্ডারির বাইরে চলে গিয়েছে।

দেশটির জাতীয় টেস্ট দলের হয়ে খেলছেন রাভাল। আর ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এলিস।

কিউইদের ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা ফোর্ড ট্রফিতে অকল্যান্ডের হয়ে ক্যান্টারবারির বিরুদ্ধে খেলতে নেমেছিল রাভাল। এলিমিনেশন ফাইনালে এলিসের করা একটি বল এলিসের মাথার উপর দিয়ে মারতে চেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই ব্যাটসম্যান।

কিন্তু বলটি জাতীয় দলের সাবেক পেসারের মাথায় লেগে বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে। এরপরেই বোলারের দিকে ছুটে যান রাভাল। তবে বিশেষ আঘাত লাগেনি এলিসের।

এই ম্যাচে ১৫৩ বলে ১০টি বাউন্ডারি ও চারটি ছক্কার সাহায্যে ১৪৯ রান করেন রাভাল। অকল্যান্ড ৬ উইকেটে ৩০৪ রান করে। তবে মজার বিষয় হচ্ছে এলিসই রাভালকে আউট করেন।

আরও পড়ুন:

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান মাশরাফীর
X
Fresh