• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টি-টোয়েন্টিতে মাশরাফিকে ফিরতে আবারো অনুরোধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৪

ঘরের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজেও ভরাডুবি। দলের টানা বিপর্যস্ত পারফরম্যান্সের কারণ খুঁজছে বিসিবি। অনেকেই প্রশ্ন তুলছেন ক্রিকেটারদের পারফরম্যান্স, কোচ ও টিম ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে। বিসিবি পর্যালোচনার খুব বেশি সময়ও পাচ্ছে না। সামনের মাসেই লঙ্কানদের মাটিতে টি-টুয়েন্টির ত্রিদেশীয় লড়াই। ঘুরে দাঁড়াতে সেখানে মাশরাফিকে দলে চাইলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দলের বিবর্ণ অবস্থা পর্যালোচনায় মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ধানমণ্ডি নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডাকেন। সেখানে ছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।

গত বছর শ্রীলঙ্কা সফরেই ছোট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। মার্চে শ্রীলঙ্কায় স্বাগতিকদের সঙ্গে ভারত ও বাংলাদেশকে নিয়ে হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট নিদাহাস ট্রফির লড়াই। হাতে অল্প কটা দিন।

সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দেশের ক্রিকেটের অভিভাবক।
--------------------------------------------------------
আরও পড়ুন: মাঠের মতো র‌্যাংকিংয়েও রশিদ খানের ঝলক
--------------------------------------------------------

পাপন বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলেও আমি মাশরাফিকে চেয়েছিলাম। সে টি-টুয়েন্টি নয়, টেস্টে ফিরতে চায় বলে জানায়। আমি তো আর জোর করতে পারি না। সামনে নিদাহাস ট্রফি। আমরা তাকে টি-টুয়েন্টিতে ফেরাতে চাই।