• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মাঠের মতো র‌্যাংকিংয়েও রশিদ খানের ঝলক

স্পোর্টস ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৫

বর্তমান সময়ে ক্রিকেট মাঠে সবচেয়ে ভয়ঙ্কর বোলার হিসেবেই নিজেকে আবির্ভূত করেছেন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ১৯ বছর বয়সী ক্রিকেটার রশিদ খান। যার বোলিং তোপে ছত্রখান হয়ে যাচ্ছে প্রতিপক্ষের উইকেট। এবার ওয়ানডে মাঠের বোলিংয়ের ন্যায় র‌্যাংকিংয়েও রেকর্ড গড়লেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন রশিদ খান। সঙ্গে গড়েছেন সবচেয়ে কম বয়সে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠে আসার রেকর্ডও।

বয়স মাত্র ১৯ বছর ১৫৩ দিন। নিজের দেশটাও ক্রিকেটে উঠে আসছে কেবল হাঁটি হাঁটি পা পা করে। টেস্ট ঘরনার সদস্য হয়েছে এখনও এক বছর হয়নি। এমনকি এখনও টেস্টই খেলা হয়নি আফগানদের।
--------------------------------------------------------
আরও পড়ুন: সাবেক পাকিস্তানি ক্রিকেটারের ছেলের আত্মহত্যা
--------------------------------------------------------

অভিষেকের পরই নিজের জাত চিনিয়েছেন। রশিদ খানকে এখন বলা হয় 'ছোট দলের বড় তারকা'। আফগানিস্তানের এ লেগস্পিনার তার অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ করলেন এবার। ইতিহাসের সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নিলেন তিনি।

রশিদ খান অবশ্য এককভাবে ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠেননি। তার সঙ্গে রয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। তবে একটা দিক দিয়ে নিজেকে অনন্য এক উচ্চতায় তুলে ফেলেছেন আফগান স্পিনার।

মাত্র ৩৭ ওয়ানডের ক্যারিয়ারে ইতোমধ্যেই ৮৬টি উইকেট নিয়েছেন রশিদ খান। ক্যারিয়ারের প্রথম ৩৭ ম্যাচে এতগুলো উইকেট নেয়ার কীর্তি নেই ইতিহাসের আর কোনো বোলারের। শুধু তাই নয়, ইতিহাসের সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কীর্তিও এখন এই ১৯ বছর বয়সী ক্রিকেটারের।

রশিদের দূরন্ত পারফরম্যান্সে ভর করেই সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এ সিরিজে ১৬ উইকেট নেন এ লেগস্পিনার।

এর আগে সবচেয়ে কম বয়সে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার রেকর্ড ছিলো পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাকের। সাকলাইন ২১ বছর বয়সে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন।

তবে রশিদের সামনে বুমরাহকে পেছনে ফেলার সুযোগ আছে। কারণ সামনেই আফগানিস্তান বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে আর কোনো ওয়ানডে সিরিজ খেলবে না ভারত।

ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষ স্থানে ফিরেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অলরাউন্ডারের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। সাকিবের পয়েন্ট ৪২০।

দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজ ৫-১ এ হারিয়ে দলগত র‌্যাংকিংয়ে শীর্ষে আগেই উঠে এসেছিল ভারত। দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিনে ইংল্যান্ড, চারে নিউজিল্যান্ড ও পাঁচে অস্ট্রেলিয়া। ৯০ পয়েন্ট নিয়ে সাতেই রয়েছে বাংলাদেশ।

ওয়ানডে র‌্যাংকিংয়ে ৯০৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটিংয়ের শীর্ষে উঠে আসেন বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তিনে অস্ট্রেলিয়ার ডেভিড মিলার। চারে পাকিস্তানের বাবর আজম। পাঁচে ইংল্যান্ডের জো রুট।

আরও পড়ুন:

এএ/এ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ কামিন্স
X
Fresh