• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জুনে সৌদির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি

স্পোর্টস ডেস্ক

  ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৬

আর ১১৪ দিন পরই মাঠে গড়াবে রাশিয়া বিশ্বকাপ। তার আগে আগামী ৮ জুন বিশ্বকাপের অনুশীলন ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি।

জার্মান ফুটবল এসোসিয়েশন (ডিএফবি) সোমবার এই তথ্য নিশ্চিত করেছে।

আগামী ১৪ জুন মস্কোতে রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠবে। টুর্নামেন্টের মূল পর্বে অংশগ্রহণের আগে জার্মানির দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। ২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার ছয় দিন পর লেভারকুসেনে সৌদি আরবের মুখোমুখি হবে জার্মানরা।

--------------------------------------------------------
আরও পড়ুন: ম্যাচ পাতানোর অভিযোগে স্পেনে আটক ২৪
--------------------------------------------------------

আগামী মাসে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে জোয়াকিম লো’র শিষ্যরা। ২৩ মার্চ ডাসেলডর্ফে স্পেনের ও চার দিন পর বার্লিনে ব্রাজিলের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

২০১৪ সালে বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করার পর প্রথমবারের মতো বার্লিনের ঐতিহাসিক অলিম্পিক স্টেডিয়ামে দুই দল মোকাবেলা করতে যাচ্ছে।

আগামী ১৭ জুন মস্কোতে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানি বিশ্বকাপ মিশন শুরু করবে। গ্রুপ-এফ’এ তাদের পরবর্তী প্রতিপক্ষ সুইডেন ও এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া।

আরও পড়ুন:

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh