• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রাইম ব্যাংককে হারিয়ে দ্বিতীয় শেখ জামাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৫

চার ম্যাচের সবগুলোতেই জয় নিয়ে শীর্ষে অবস্থান আবাহনীর। প্রাইম ব্যাংককে হারিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামালের বিরুদ্ধে প্রাইম ব্যাংকের প্রথম ৯ জন ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কের কোটায় পৌঁছান। তারপরও সব মিলিয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সংগ্রহ ২২৭ রান। ব্যাটসম্যানদের ইনিংস লম্বা করতে না পারার মূল্য দিতে হয়েছে ম্যাচ হেরেই। অর্ধশতক পাননি কোন ব্যাটসম্যানই। সর্বোচ্চ ৪১ রান করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদি মারুফ।

লক্ষ্য তাড়া করতে খুব একটা বেগ পেতে হয়নি শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। ৫ উইকেটের সহজ জয় তুলে রানরেট বিবেচনায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসলো দলটি।

শুরুটা ভালোই করেছিল প্রাইম ব্যাংক। শানাজ আহমেদকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন অধিনায়ক মেহেদী মারুফ। তবে এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। উইকেটে সেট হয়েও ইনিংস লম্বা করতে না পারায় দলীয় ১৫৫ রানেই ৭ উইকেট হারায় দলটি।

তবে অষ্টম উইকেটে সাজ্জাদুল হককে নিয়ে দেলোয়ার হোসেনের ৫৮ রানের জুটিতে ২০০ রানের কোটা পার করতে পারে প্রাইম ব্যাংক। ফলে নির্ধারিত ৫০ ওভারে ২২৭ রান করে অল আউট হয় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন মারুফ। এছাড়া সাজ্জাদুল ৩৫ রান করেন।