• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বোলারদের দুষলেন অধিনায়ক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৮

শ্রীলঙ্কা দলের দায়িত্ব নেবার পর প্রথম দুই ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যান চন্ডিকা হাথুরু সিংহে। তবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জয়ের পর টেস্ট সিরিজও ১-০তে জিতে নেয় লঙ্কানরা। সবশেষ টি-টোয়েন্টি সিরিজ ২-০তে জিতে নিলো দিনেশ চান্দিমাল নেতৃত্বাধীন দলটি।

আজ (রোববার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭৫ রানের বড় জয় পেয়েছে লঙ্কানরা। ২১১ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৮ ওভার ৪ বলে ১৩৫ রানে গুটিয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদের দল।

এই হারের জন্য বোলারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা বোলিংও ভালো করিনি। এ উইকেট ব্যাটিং সহায়ক ছিল। ব্যাটিংয়ের সময় শিশির পড়াটাও ভালো ব্যাপার ছিল। স্পিনারদের জন্যও তেমন কিছুই ছিল না। যদি আমরা তাদের ১৮০ রানের আশপাশে আটকাতে পারতাম। তবে রানটা তাড়া করা যেতো।’

এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে হাথুরুসিংহের শিষ্যরা। বড় টার্গেটে ব্যাট করে ৭৫ রানে হারতে হয় স্বাগতিকদের।

মাহমুদুল্লাহ বলেন, ‘আমার বিশ্বাস, এ রানটা আমরা তাড়া করতে পারতাম। তবে সেজন্য ভালো একটা শুরু দরকার ছিল। আমরা একের পর এক উইকেট হারাতে থাকি, এতে ছন্দ পাওয়া যায়নি।’

আরও পড়ুন:

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
এবার তামিমের স্ত্রী আয়েশার আবেগঘন পোস্ট
X
Fresh