• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৭

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেয়া ২১১ রানের বিশাল টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ দল। ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৯২ রান।

আজ রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারীদের ব্যাট করতে পাঠান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে লঙ্কানরা।

জবাবে বেশ ভালোই শুরু করেছিলেন চোট কাটিয়ে দলে ফেরা তামিম ইকবাল। তবে দ্বিতীয় ওভারেই ফিরে যান সৌম্য সরকার। ৪ বলে কোনো রান না করেই আকিলা ধনঞ্জয়ার বলে আউট হন এই ওপেনার।

তৃতীয় ওভারের মাঝে শেহান মাদুশনকার প্রথম শিকার হন ৩ বলে ৬ রান করা মুশফিকুর রহিম। ওই ওভারের শেষ বলে ফের উইকেটের পতন। এবার মাঠ ছাড়লেন দীর্ঘদিন পর দলে সুযোগ পাওয়া মোহাম্মদ মিথুন।

দলীয় ৫৯ রানে অভিষিক্তি আমিলা আপোনসোর বলে আকিলা ধনঞ্জয়ার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম। ২৩ বলে ২৯ রান করেন এই বাম-হাতি ওপেনার।

নবম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউ ফাঁদে পড়েন আরিফুল হক। ৩ বলে ২ রান করে জীবন মেন্ডিসের শিকার হন ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলা এই ব্যাটসম্যান।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh