• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

টেস্টের পর ওয়ানডে র‌্যাংকিংয়েও শীর্ষে ভারত

স্পোর্টস ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪১

সময় এখন ভারতের। টেস্টে ভারতের কাছে শীর্ষস্থান হারানোর পর এবার ওয়ানডেতেও শীর্ষস্থান হারালো দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার রাতে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকাকে ৭৩ রানে হারিয়ে ৬ ম্যাচের একদিনের সিরিজে ৪-১ এগিয়ে ভারত। সেঞ্চুরিয়ানে শেষ ম্যাচে হারলেও শীর্ষেই থাকবে ভারত। সিরিজ শুরুর আগে একদিনের ক্রিকেটে র‌্যাংকিংয়ে ১১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল ভারত। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা।

পোর্ট এলিজাবেথে জয়ের পর ১২২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো ভারত। ১১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার ভারত জিতলে পয়েন্ট বেড়ে হবে ১২৩। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কমে হবে ১১৭। আর সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা জিতলে ভারতের পয়েন্ট দাঁড়াবে ১২১। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১১৯। এই নিয়ে পাঁচবার একদিনের ক্রিকেটে শীর্ষস্থান দখল করলো ভারত। শেষবার শীর্ষস্থান দখল করেছিল ২০১৭’র অক্টোবরে।

এদিকে ৯০ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের সাত নম্বরে আছে বাংলাদেশ। ৯৬ পয়েন্ট নিয়ে ছয়ে পাকিস্তান। আর ৮৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নিচে শ্রীলঙ্কা।

টেস্ট ও ওয়ানডেতে শীর্ষস্থানে থাকলেও টি-টোয়েন্টির শীর্ষস্থানে ১২৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান। দুইয়ে ১২২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে নিউজিল্যান্ড। তৃতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ১২১।

আরও পড়ুন:

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
X
Fresh