• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোপার ফাইনাল ওয়ান্দা মেত্রোপলিতানোয়

স্পোর্টস ডেস্ক

  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৭

আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল কোপা দেল রের দুই ফাইনালিস্ট। বাকি ছিল কোথায় অনুষ্ঠিত হবে ফাইনাল। এবার তাও নির্ধারিত হয়ে গেলো। বার্সেলোনা ও সেভিয়ার মধ্যে স্প্যানিশ কাপের ফাইনাল হবে অ্যাথলেটিকো মাদ্রিদের নতুন স্টেডিয়ামে। অথচ সেখানে খেলবে অ্যাথলেটিকো। এটা দলের সাপোর্টারের জন্য অনেকটা কষ্টের।

সোমবার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, ২১ এপ্রিল কোপা দেল রের শিরোপার চূড়ান্ত লড়াই হবে ওয়ান্দা মেত্রোপলিতানোয়।

সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে প্রতিযোগিতাটির টানা তিন বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৩-১ গোলে সেভিয়া হারায় কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পাওয়া লেগানেসকে।

মেত্রোপলিতানো স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৬৮ হাজার। চলতি মৌসুমের শুরুতে খুলে দেয়া এই মাঠেই অনুষ্ঠিত হবে ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। কোপা দেল রের গত দুই আসরের ফাইনাল হয় অ্যাথলেটিকোর আগের স্টেডিয়াম ভিসেন্তে কালদেরনে।