• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে রাজ্জাকের আঘাত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪০

লঙ্কানদের প্রথম ইনিংসে করুণারত্নেকে লিটনের ক্যাচ বানিয়ে শুরু করেছিলেন আবদুর রাজ্জাক। দ্বিতীয় ইনিংসেও আবার শুরু করলেন রাজ্জাক। তবে এবার কারো সহযোগিতা ছাড়াই। তার ঘূর্ণিতে এলবির ফাঁদে ফেলে জীবন মেন্ডিসকে ফেরান তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৪ রান। করুণারত্নে ১৪ ও ডি সিলভা ১৩ রান নিয়ে অপরাজিত আছেন। এ মুহূর্তে শ্রীলঙ্কার লিড ১৪৭ রানের।

এর আগে প্রথম দিনের শেষ বেলার ধ্বংসযজ্ঞ দ্বিতীয় দিনের সাত সকালেও দেখা মিলে। বাংলাদেশ ২১ বল আর ৩ রানে শেষ ৫ উইকেটে হারায়।

প্রথম দিন শেষেই আভাস মিলছিলো এমন কিছুরই। দ্বিতীয় দিনে এসে দুই ঘণ্টা আগেই শেষ বাংলাদেশের ইনিংস। লাকমাল শুরু করলেও শেষ করেন পেরেরা। আগের দিনের নাইটওয়াচম্যান হিসেবে নামা মিরাজ অপরাজিত থাকেন ৩৮ রানে। লাকমাল, পেরেরা ও ধনঞ্জয়ার বোলিং তোপে সব উইকেট হারিয়ে বাংলাদেশ ১১০ রানেই অলআউট হয়ে যায়।
--------------------------------------------------------
আরও পড়ুন: টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ!
--------------------------------------------------------

লঙ্কানদের পক্ষে সুরাঙ্গা লাকমাল ও ধনঞ্জয়া ৩টি এবং পেরেরা ২টি উইকেট লাভ করেন।

এর আগে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। কিন্তু আবদুর রাজ্জাক ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে উড়ে যায় হাতুরুর শিষ্যরা। লেজের বাকি অংশটুকু ছেঁটে দেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ২২২ রান করতে সক্ষম হয় লঙ্কানরা।

শ্রীলঙ্কার পক্ষে জীবন মেন্ডিস ৬৮, রোশান সিলভা ৫৬, পেরেরার ৩১ রান উল্লেখযোগ্য।

বাংলাদেশের পক্ষে আবদুর রাজ্জাক ও তাইজুল ইসলাম ৪টি এবং মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট লাভ করেন।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
X
Fresh