• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্পিন-পেসের তাণ্ডবে অর্ধেকেই শেষ টাইগাররা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৯

লঙ্কানদের প্রথম ইনিংসে ভীতি ধরিয়েছিলেন দুই স্পিনার ও এক পেসার। ঠিকই একই অবস্থা বাংলাদেশের প্রথম ইনিংসেও। সেখানে দুই স্পিনার ও এক পেসার। এ যেনো পুরোই কার্বন কপি। লঙ্কানরা দুই স্পিনারের কাছে হারিয়েছিল আট উইকেট। পক্ষান্তরে বাংলাদেশকে খোয়াতে হয়েছে পাঁচ উইকেট।

প্রথম দিন শেষেই আভাস মিলছিলো এমন কিছুরই। দ্বিতীয় দিনে এসে দুই ঘণ্টা আগেই শেষ বাংলাদেশের ইনিংস। লাকমাল শুরু করলেও শেষ করেন পেরেরা। আগের দিনের নাইটওয়াচম্যান হিসেবে নামা মিরাজ অপরাজিত থাকেন ৩৮ রানে। লাকমাল, পেরেরা ও ধনঞ্জয়ার বোলিং তোপে সব উইকেট হারিয়ে বাংলাদেশ ১১০ রানেই অলআউট হয়ে যায়।

--------------------------------------------------------
আরও পড়ুন: বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হচ্ছে ভারতের!
--------------------------------------------------------

লঙ্কানদের পক্ষে সুরাঙ্গা লাকমাল ও ধনঞ্জয়া ৩টি এবং পেরেরা ২টি উইকেট লাভ করেন।