• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্র্যান্ডিং করতে চাইলে গুনতে হবে ৪ কোটি ৬৮ লাখ!

স্পোর্টস ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৪

মেসি-রোনালদোর পরই তারকাখ্যাতিতে পিছিয়ে নেই নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব তারকা ফুটবলারদের জনপ্রিয়তা আকাশচুম্বী। তাদের ফ্যান-ফলোয়ারও ঈর্ষনীয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম পোস্ট দিয়ে থাকেন। কোনটি সামাজিক, কোনটি মানবিক আবার কোনটি বাণিজ্যিক।

তেমনই এক পোস্ট নিয়ে আলোচনার তুঙ্গে চলে এসেছেন পিএসজির ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। এ তারকা ফুটবলারের জানুয়ারি মাসের পোস্ট বিশ্লেষণ করে এমনই এক তথ্য দিয়েছে ব্লিঙ্কফায়ার। যা দেখে যে কারো চোখ কপালে ওঠার অবস্থা।
--------------------------------------------------------
আরও পড়ুন: স্পিন-পেসের তাণ্ডবে অর্ধেকেই শেষ টাইগাররা
--------------------------------------------------------

গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের উদ্দেশ্যে নেইমারের দেয়া এক একটি পোস্টের মূল্য ৪ লাখ ৫৯ হাজার ইউরো। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় ৪ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার ৮৪ টাকা।

ব্লিঙ্কফায়ারের কমার্সিয়াল ডিরেক্টর ক্রিস্টিয়ান অলিভারিস এ বিষয়ে বলেন, নেইমার জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব পোস্ট দিয়েছেন সেগুলো যদি আমরা আর্থিকভাবে বিবেচনা করি তাহলে তার মূল্য দাঁড়ায় ৩৪ মিলিয়ন ইউরো। এই টাকা বিভিন্ন বিজ্ঞাপনদাতা সংস্থা খরচ করেছে বিশ্বব্যাপী মাইলেজ পাওয়ার জন্য। তারকাদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেয়ার রেওয়াজ দিনকে দিন বাড়ছে।