• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরফের ক্রিকেটে শেহবাগকে হারালেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১০

গত বছরের নভেম্বরেই সর্বপ্রথম প্রকাশ পায় বরফের রাজ্যে ক্রিকেট খেলতে নামবেন বিশ্বের নামিদামি ক্রিকেটাররা। যারা এক সময় পুরো বিশ্বের মাঠগুলো মাতিয়েছেন। প্রথমে কল্পনায় থাকলেও তা বাস্তবে নিয়ে এলেন ক্রিকেটাররা। অবশেষে বরফের রাজ্যেই ক্রিকেট গড়ালো। আর সেখানে শেহবাগের দলকে হারিয়ে দিলো আফ্রিদির দল।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডে সেইন্ট মরিতজ আইস ক্রিকেট টুর্নামেন্টের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বীরেন্দ্র শেহবাগের প্যালেস ডায়মন্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান করে শেহবাগের দল।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৮ রানে শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান পাকিস্তানের অলরাউন্ডার আবদুল রাজ্জাকের বলে ইলিয়টের হাতে ক্যাচ দিয়ে ফিরলে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর আফ্রিদি দলীয় ৫৫ রানে মাহেলা জয়াবর্ধনেকে ফেরালে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এর এক রান পরই রান আউটের শিকার হয়ে ফিরে যান মাইক হাসি।

অপরপ্রান্তে ওপেনিংয়ে নামা বীরেন্দ্র শেহবাগ অধিনায়কোচিত ইনিংস খেলে ৩১ বলে ৪ চার ও ৫ টি ছয়ের সাহায্যে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এরপর অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডস ৩০ বলে করেন ৪০ রান করলে নির্ধারিত ওভার শেষে দলীয় রান দাড়ায় ১৬৪।