• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জিম্বাবুয়েকে আফগানওয়াশ করে লঙ্কানদের টপকালো

স্পোর্টস ডেস্ক

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪২

আফগান রূপকথা যেন শেষ হয়েও হচ্ছে না। একের পর এক সাফল্য ধরা দিচ্ছে তাদের হাতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম করে সেমিতে জায়গা করে নেয় আফগান যুবারা। সেখানে তারা সেমিতে থামে। কিন্তু আফগানের সিনিয়রদের থামাতে হিমশিম খেতে হচ্ছে। ধীরে ধীরে ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করছে শক্ত প্রতিপক্ষ হিসেবে।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৭ রানে জয় পেয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচে তারা জয় পেয়েছিল পাঁচ উইকেটে। সুতরাং, দুই ম্যাচের এই সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে আফগানিস্তান। আর এ জয়ে শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে ওঠে গেলো যুদ্ধবিধ্বস্ত আফগানরা।

--------------------------------------------------------
আরও পড়ুন: দুপুরে নামছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ভারত-দক্ষিণ আফ্রিকা
--------------------------------------------------------

গতকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে অনেকটা ধীর শুরু করেন দুই আফগান ওপেনার। ২২ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন মোহাম্মদ শাহজাদ। আরেক ওপেনার কারিম সাদিক ৩০ বলে করেন ২৮ রান।

তবে উইকেটে নেমে জিম্বাবুয়ে বোলারদের উপর চড়াও হয়ে খেলা শুরু করেন অধিনায়ক আসগর। ১৪ বলে ৩ ছয়ে ২৭ রান করেন এই অধিনায়ক। মোহাম্মদ নবিও দ্রুত রান তুলতে থাকেন। ২৬ বলে ৪ ছয়ে করেন সর্বোচ্চ ৪৫ রান। এ ছাড়া শেষ দিকে নাজিবুল্লাহ জাদরান ২৪ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান করে আফগানিস্তান।

জিম্বাবুয়ের পক্ষে তিনটি উইকেট নেন টেন্ডাই চাতারা আর দুটি করে উইকেট নেন জারভিস, মুজারাবানি এবং ক্রেমার।

আফগানিস্তানের দেয়া ১৫৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।

তবে অল রাউন্ডার সিকান্দার রাজা জিম্বাবুয়েকে কিছুটা আশার আলো দেখাচ্ছিলেন। ২৬ বলে ৪০ রানের এক দুর্ধর্ষ ইনিংস খেলেছেন তিনি। রায়ান বার্ল ৩০ ও ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ২৯ রানের পরও, ২০ ওভার খেলে জয় থেকে ১৮ দূরে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও রশিদ খান।

এ জয়ের মধ্য দিয়ে কোন টেস্ট খেলুড়ে দলকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল বিশ্ব ক্রিকেটের উদীয়মান এ দলটি। আন্তর্জাতিক ক্রিকেটে অল্পদিনের যাত্রাতেই নজর কেড়েছে দেশটির ক্রিকেট। ২০১১ সালে দেশটি ওয়ানডে মর্যাদা লাভ করে।

২০১৫ সালে দেশটি প্রথম ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়। মোহাম্মদ নবি, রশিদ খানের মত প্রতিভাবান ক্রিকেটারও উপহার দিয়েছে। ভাল পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০১৭ সালে তারা ১১তম দেশ হিসেবে টেস্ট মর্যাদা লাভ করেছে। এবছর ১৪ জুন ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হতে যাচ্ছে আফগানিস্তানের।

একই গ্রাউন্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াইয়ে নামবে দু’দল। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) প্রথম ওয়ানডে শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়। একই সময়ে পরবর্তী চার ম্যাচ যথাক্রমে ১১, ১৩, ১৬ ও ১৯ ফেব্রুয়ারি।

আইসিসি এখনো টি-২০ টিম র‌্যাংকিং আপডেট না করলেও লঙ্কানদের হটিয়ে আফগানদের আটে ওঠার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে। বাংলাদেশের অবস্থান দশম। শীর্ষে পাকিস্তান। দুইয়ে নিউজিল্যান্ড ও তিনে ভারত। এরপর যথাক্রমে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
বিশ্বকাপের ভাবনা থেকে বাদ পড়লেন যে দুই ওপেনার!
X
Fresh