• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জুনে ওয়েস্ট ইন্ডিজের কেনসিংটনে দিবারাত্রির টেস্ট

স্পোর্টস ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০০

২০১৫ সালের নভেম্বরে ক্রিকেট ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপর দু'বছরের কিছু বেশি সময়ে ৮টি এমন ম্যাচ হয়েছে। যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ অংশ নিয়েছিল দু'টিতে।

তবে ম্যাচ দুটির কোনটিই ক্যারিবীয়ান মাটিতে আয়োজিত হয়নি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বারবাডোজের কেনসিংটন ওভালে ২৩ জুন থেকে আয়োজন করতে যাচ্ছে দিবারাত্রির টেস্ট। যাতে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ থাকবে শ্রীলঙ্কা।

আরও একটি কারণে মাইলফলক হয়ে থাকতে পারে ঐতিহাসিক ওই ম্যাচটি। তা হচ্ছে কেনসিংটন ওভালে এই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লংগার ভার্সনের ক্রিকেট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা।

এই সফরের মাধ্যমে প্রায় দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজে যাবে শ্রীলঙ্কা। সর্বশেষ ২০০৮ সালে দুই টেস্টের সিরিজ খেলতে সেখানে গিয়েছিল লঙ্কানরা। তারা প্রথম ম্যাচটি জিতলেও পরের ম্যাচটি হেরে যাওয়ায় সিরিজ ১-১ এ ড্র হয়েছিল সেবার। তবে ওই জয়টিই ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয়।