• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘টেস্টেও নেতা হিসেবে ফিরতেই পারেন মাশরাফি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫২

বর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে। ত্রিদেশীয় সিরিজ শেষে নতুন টেস্ট অধিনায়ক সাকিব ইনজুরিতে পাড়ায় নিজের মুখেই সাদা জার্সি গায়ে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। কিন্তু পরক্ষণেই আবার বিসিবি বস তা নাকোচ করে দিয়ে বলেন সে চাইলে এখনি টি-টোয়েন্টি দলে নেয়া হবে।

টেস্টে ফেরা না ফেরা নিয়ে যখন এতো কথা এ পর্যায়ে এসে ওয়ানডে অধিনায়কের সুরেই তাল মেলালেন আরেকজন। তিনি বললেন, টেস্ট ক্রিকেটেও নেতা হিসেবেই ফিরতে পারেন মাশরাফি। এখন দেখার বিষয় বিসিবি কি উত্তর দেয়।

মাশরাফির পক্ষ নেয়া ব্যক্তিটি সম্পর্কে জানতে পাঠকদের আগ্রহ বেড়ে গিয়েছে অবশ্যই। হ্যাঁ তিনি হলেন অস্ট্রেলিয়ার বিখ্যাত শল্যবিদ ডেভিড ইয়াং। যদি বলা হয় ক্রিকেট খেলতে গিয়ে টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা যতবারই হাঁটুর বড় ধরণের ইনজুরিতে পড়েছেন, ততবারই ছুটে গেছেন তার কাছে, তাহলে কথাটা ভুল হবে না। কারণ হাঁটুর প্রথম অপারেশনটি বাদ দিলে বাকি ছ’টিই করেছেন তিনি।