• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশে আফিফ

স্পোর্টস ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৭

নিউজিল্যান্ডের মাটিতে শেষ হওয়া যুব বিশ্বকাপের দ্বাদশ আসরে ষষ্ঠ স্থান অর্জন করেছে বাংলাদেশ দল। ২০১৮ সালের চ্যাম্পিয়ন হয়েছে ভারতের যুবারা। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় নিয়ে দেশে ফিরেছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। আর এই ভারতের কাছেই কোয়ার্টার ফাইনালে হেরে মূল আসর থেকে ছিটকে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এবারের আসরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা জ্বলে না উঠলেও চমৎকার অলরাউন্ড পারফরম করেন আফিফ হোসেন ধ্রুব। বলতে গেলে প্রায় একাই দলকে টেনে নিয়ে যান কোয়ার্টারে।

আর এতে নজর কেড়েছে ক্রিকেট বোদ্ধাদের। সে হিসেবে জায়গা করে নিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৮ এর সেরা একাদশে। এই দলে স্পিনিং অলরাউন্ডার ক্যাটাগরিতে আফিফকে রাখা হয়েছে।

আসরে সর্বোচ্চ চারটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন আফিফ। এমনকি আসরের শেষ দুটি ম্যাচে দলের দুঃসময়েও খেলেছেন পঞ্চাশোর্ধ্ব দুটি ইনিংস।
--------------------------------------------------------
আরও পড়ুন: শাস্তির মুখোমুখি হচ্ছেন পিকে
--------------------------------------------------------