• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইসিসির উদীয়মান তারকা বাংলাদেশের আফিফ?

স্পোর্টস ডেস্ক

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪১

সদ্য সমাপ্ত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ যুবদল। দল খারাপ করলেও ব্যক্তিগত পারফর্ম্যান্সে সবাইকে মুগ্ধ করেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার আফিফ হোসেন। তার পারফর্ম্যান্সে মুগ্ধ আইসিসিও।

রোববার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে তাকে ‘রাইজিং স্টার বা উদীয়মান তারকা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আফিফ হোসেন সম্পর্কে এই প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে করা ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংসসহ চার অর্ধশতক হাঁকিয়েছেন আফিফ হোসেন। কঠিন পরিস্থিতিতেও পারফর্ম করার সামর্থ্য দেখিয়েছেন তিনি।

এতে আরও বলা হয়েছে, তার স্পিন বোলিং ছিল ‘হট অ্যান্ড কুল’, কিন্তু তিনি কানাডার বিপক্ষে পাঁচ ও ইংল্যান্ডের বিপক্ষে তিন উইকেট নিয়ে তাদের যেভাবে ধরাশায়ী করেছেন, সেভাবে আর কেউ পারেননি।

আইসিসির সেরা একাদশে ঠাঁই না পেলেও ভারতের ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েব পোর্টাল ইএসপিএন-ক্রিকইনফোর সেরা একাদশে জায়গা করে নিয়েছেন আফিফ।

ছয় ম্যাচে ব্যাট হাতে ২৭৬ রান করেছেন আফিফ। তার চারটি অর্ধশতক, ব্যক্তিগত সর্বোচ্চ ৭১। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে আট উইকেট শিকার করেছেন তিনি।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আঙুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষীদের
এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন
স্পেনে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
X
Fresh