• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টানা দুই ইনিংসে সেঞ্চুরি করে মুমিনুলের রেকর্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০২

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে লিড পেয়েছে টাইগাররা। এদিন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। যা এই ম্যাচে তার দ্বিতীয় সেঞ্চুরি। আর প্রথম বাংলাদেশি হিসেবে এক ম্যাচে পর পর দুটি সেঞ্চুরির মালিকও তিনি।

আজ রোববার চট্টগ্রামে এই ইসিংটি খেলতে ১৫৪ বল খেলেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এতে ৫টি চার ও দুটি ছয় হাঁকিয়েছেন পয়েন্ট ডায়নামো খ্যাত এই তারকা।

রিপোর্টটি করা পর্যন্ত ৩ উইকেট দলের সংগ্রহ ২৩৭ রান। লঙ্কানদের বিপক্ষে ৩৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। মুমিনুলের সঙ্গে ক্রিজে রয়েছেন ১৪৫ বলে ৬৭ রান করা লিটন দাস।

এই ম্যাচের প্রথম ইনিংসে ৫১৩ রানে করে বাংলাদেশ দল। ওই ইনিংসে ২১৪ বলে ১৭৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলে আউট হন মুমিনুল।

অন্যদিকে প্রথম ইনিংসে নেমে হতাশ করেছিলেন লিটন। তবে দ্বিতীয় ইনিংসে দূতি ছড়াচ্ছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। ৯৩ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরিও। ছয়টি বাউন্ডারিতে ইনিংসটি সাজিয়েছেন তিনি।

আরও পড়ুন:

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
টেস্ট সিরিজ হারের পর যা বললেন শান্ত
নতুন মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল হক
মুমিনুলের প্রতিরোধ ব্যর্থ, ৩২৮ রানে হারল বাংলাদেশ
X
Fresh