• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দ্বিতীয় ইনিংসেও উজ্জ্বল মুমিনুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৪৬

টেস্ট ক্যারিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। নিজের ২৬তম ম্যাচে মাইলফলকটিতে পৌঁছালেন এই তারকা ব্যাটসম্যান।

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরিটি তুলতে ৭৮ বলে খেলেছেন। এই ইনিংসে ১টি ছক্কা ও দুটি চার মেরেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

আজ রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে টাইগাররা।

রিপোর্টটি তৈরি করা পর্যন্ত ৪৩ ওভারে ৩ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১৫০ রান। মুমিনুলের সঙ্গে ক্রিজে আছেন ৫২ বলে ৩৩ রান করা লিটন দাস।

প্রথম ইনিংসে ৫১৩ রানে করে বাংলাদেশ। ওই ইনিংসে ২১৪ বলে ১৭৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলে আউট হন মুমিনুল।

--------------------------------------------------------
আরও পড়ুন: ট্রাম্পকে ‘গালি’দেওয়ায় মার্কিনভিসা পাননি ম্যারাডোনা
--------------------------------------------------------

প্রথম ইনিংসে ৭১৩ রান করে ২০০ রানের লিড নেয় শ্রীলঙ্কা। চতুর্থ দিনে ২৬.৫ ওভার খেলার সুযোগ পেয়ে টাইগার দুই ওপেনারকে দেখা যায় ওয়ানডে স্টাইলে। কিন্তু ম্যাচ বাঁচাতে হলে অনেক দূর যেতে হবে সে বিষয়টি ভুলে যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দলকে ৭৬ রানে রেখে দুই ওপেনারই ফিরে যান সাজঘরে। শেষ বিকালে আশার আলো হয়ে ক্রিজে এসেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু প্রথম ইনিংসের মতো দায়িত্ব নিতে পারেননি। মাত্র দুই রান করে আউটন হন তিনি।

আরও পড়ুন:

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
টেস্ট সিরিজ হারের পর যা বললেন শান্ত
নতুন মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল হক
মুমিনুলের প্রতিরোধ ব্যর্থ, ৩২৮ রানে হারল বাংলাদেশ
X
Fresh