• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেসির মতো খেলোয়াড়, বার্সার মতো দল নেই

স্পোর্টস ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫৪

কে সেরা? লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে বিতর্ক চলছেই। এর বিশ্লেষণ করতে গিয়ে বিশেষজ্ঞমহলও দু’শিবিরে বিভক্ত। একরকম গোটা ফুটবল বিশ্বই এ বিষয়ে দু’ভাগে বিভক্ত। একে অপরকে ছাড়িয়ে যেতে তাদের দ্বৈরথ চলে মাঠেও।

বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত তারকা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে বর্তমানে খেলছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ক্লাবে। আর আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তার ক্যারিয়ারের শুরু থেকেই আছেন আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে।

বর্তমান সময়ে সেরা ফুটবল স্ট্রাইকারদের একজন বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড। মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা? এমন প্রশ্নের জবাবে মেসিকেই বেছে নিলেন তিনিও।

স্প্যানিশ আউটলেট মুন্ডো ডেপোরটিভো’কে এক সাক্ষাতকারে চেলসি স্ট্রাইকার এডেন হ্যাজার্ড বলেন, মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়।

একজন ফুটবলার হিসেবে টিম মেসি ও টিম রোনালদোর মধ্যে কার দলের বিপক্ষে খেলতে চাইবেন? এমন প্রশ্নের জবাবে হ্যাজার্ড বলেন, আপনি যখন ফুটবল খেলছেন, তখন আপনি অবশ্যই সেরা দলের বিপক্ষে খেলতে চাইবেন। বর্তমান সময়ে সেরা দল মেসির বার্সা এবং মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে বার্সার মতো দল আর মেসির মতো কোনো খেলোয়াড় নেই।

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
X
Fresh