• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডোপ কেলেঙ্কারি থেকে মুক্ত রাশিয়ার অ্যাথলেটরা

স্পোর্টস ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২২

নিষেধাজ্ঞার প্রায় তিন মাসের মাথায় ডোপ কেলেঙ্কারি থেকে মুক্ত হলো রাশিয়া। গত বছরের ৬ ডিসেম্বর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিষিদ্ধ ড্রাগ নেয়ার অভিযোগে ২৮ রুশ অ্যাথলেটদের আজীবন নিষেধাজ্ঞা আরোপ করেছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

বৃহস্পতিবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) ডোপ কেলেঙ্কারিতে অভিযুক্তদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পাশাপাশি আদালত তাদেরকে দক্ষিণ কোরিয়ার পিয়ংচেং এ অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক গেমে অংশ নেয়ারও অনুমতি প্রদান করে।

রায়ে আদালত বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে অপর্যাপ্ত সাক্ষ্য এনেছে অভিযোগকারীরা।

আদালতের এই রায়ে খুশি হয়েছেন রাশিয়ার ক্রীড়ামন্ত্রী পাভেল কোলোভকব। রায় শোনার পর সাংবাদিকদের তিনি বলেন, আদালতের সিদ্ধান্তে প্রমাণিত হয় রাশিয়ার অ্যাথলেটরা নির্দোষ, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য ছিল না।